সোনার দাম ২০২৫।
সোনা বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি পণ্য। যার জনপ্রিয়তা আদিমকাল
থেকে আজ পর্যন্ত কখনোই কমেনি। বিগত কয়েক বছর থেকে সোনান দাম প্রতিনিয়তই বেড়েই
চলেছে। মহিলাদের অলংকার হিসেবে, সোনা প্রতিনিয়তই ব্যবহার হয়ে আসছে। আবারো
বাড়ছে সোনার দাম ।
আজকে আমরা সোনার দামের সর্বশেষ আপডেট সম্পর্কে জানব। বিস্তারিত জানতে,
আমাদের সাথেই থাকুন।
- সর্বশেষ সোনার দাম
-
কোন ক্যারেটের সোনা ভালো
- সোনার সাধারণত ব্যবহার
- সোনার দামের পরিবর্তনের কারণ
- শেষের কিছু কথা
সর্বশেষ সোনার দাম
গত রবিবার অর্থাৎ ৫ই অক্টোবর সর্বশেষ তথ্য অনুযায়ী ২২ ক্যাডেট সোনা
দাম বেড়েছে প্রায় ২১৯২ টাকা, ২১ । নতুন দামে এখন ২২ ক্যারেট সোনার দাম অতি
ঘড়িতে বিক্রি হবে ১ লক্ষ ৯৭ হাজার ৫৭৩ টাকায়।
-
২১ ক্যারেট সোনার দামঃ প্রতি ভরিতে টাকা ১ লক্ষ ৮৮হাজার 595 টাকা
-
২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৯৭ হাজার ৫৭৬ টাকা
-
১৮ ক্যারেটঃ প্রতি ভরিতে প্রায় ১ লক্ষ ৬১ হাজার ৬৫১ টাকা
- সনাতন পদ্ধতি সোনাঃ প্রতি ভরিতে ১ লক্ষ ৩৪ হাজার ২৫৩ টাকা।
কোন ক্যারেটের সোনা ভালো
ক্যারেটের সোনা সবচেয়ে ভালো, এটা নির্ভর করে প্রয়োজন ও ব্যবহারের উপর। 24
ক্যারেটের সোনা সবচেয়ে বিশুদ্ধ ও মূল্যবান। কিন্তু এটি নরম হওয়ায় গহনা তৈরিতে
ব্যবহার একেবারেই কম ব্যবহার হয়। অন্যদিকে ২২ ক্যারেট সোনার গহনা তৈরিতে সবচেয়ে
বেশি উপযোগী। কারণ এতে থাকা অন্যান্য ধাতু এটিকে মজবুত ও শক্তিশালী করে।
- বিশুদ্ধতা ও বিনিয়োগের জন্যঃ আপনি যদি সর্বোচ্চ বিশুদ্ধতা ও বিনিয়োগের জন্য সোনা ব্যবহার করতে চান বা কিনতে চান তাহলে ২৪ ক্যারাটে শূন্য সবচেয়ে ভালো কারণ এটিতে ১০০% খাঁটি সোনা থাকে যাতে কোন ধাতু মেশানো হয় না
-
গহনা তৈরীর জন্যঃ সাধারণত ২২ ক্যারেটের সোনা সবচেয়ে জনপ্রিয় এবং উপযোগী।
কারণ এতে থাকা অন্যান্য ধাতু যেমন তামা, দস্ত, রুপা ইত্যাদি। এটা সোনাকে শক্ত
করে তোলে যা গহনা টেকশয় করে এবং দেখতেও আকর্ষণীয় করে তোলে।
ক্যারেটের অর্থ
-
22 ক্যারেটঃ এটি 91.67% সোনা থাকে এবং বাকিটা অন্যান্য ধাতু থাকে এটি ৯১৬
সোনা নামেও পরিচিত।
-
২৪ ক্যারেটঃ এটি খাঁটি সোনা অর্থাৎ ৯৯.৯৯% সোনা থাকে
-
একুশ ক্যারেটঃ এতে ৮৭.৫% সোনা এবং বাকিটা অন্যান্য ধাতু থাকে।, এটি ২২
ক্যারেটের তুলনায় কম খাঁটি কিন্তু কখনো তৈরিতে ব্যবহার করা যায়।
- ১৮ক্যারেটঃ এটি তে ১৮ ভাগ শোনা থাকে এবং 6 ভাগ অন্যান্য ধাতু থাকে অর্থাৎ৭৫% সোনা থাকে।
* গহনা ও অলংকার
পৃথিবীর উৎপাদিত প্রায়ই ৫০% সোনা গহনা ও অলংকার তৈরিতে ব্যবহৃত হয়।
* বিনিয়োগ ও সঞ্চয়
গহনা ছাড়াও কোন একটি গুরুত্বপূর্ণ সম্পদ যা সঞ্চয়ের মাধ্যমে ব্যবসা করা যায়।
অনেকেই ভবিষ্যতের জন্য সোনা কিনে রাখে এবং দাম বাড়লে তা বিক্রি করে ব্যবসা করে
থাকে।
এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে শিল্প ও সজ্জা ক্ষেত্রে এবং অন্যান্য ব্যবহারের
মধ্যে পানি ও খাওয়ার এতেও সোনার ব্যবহার হয় । ক্যান্সারের মত ভয়াবহ রোগ
চিকিৎসায়ক সোনার ব্যবহার করা হয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url